মঠবাড়িয়ায় যুবদলের মিছিল থেকে আটক-২

প্রকাশের তারিখ: মার্চ ৯, ২০২৩ | ২:৩৮ অপরাহ্ণ

সোহেল, মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া যুবদলের বিক্ষোভ মিছিল থেকে নাশকতা মামলার যুবদল নেতা রিয়াজুল ইসলাম (৩৭) ও ছাত্রদল নেতা আরিফ মল্লিক (২৯) কে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে ৮ মার্চ বুধবার রাতে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেল জানান, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে সন্ধ্যার পর শহরের দক্ষিণ বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে হাসপাতালের সামনে পথসভার সময় পুলিশ আমাদের বাঁধা দেয়। পরে যুবদল নেতা রিয়াজুল ইসলাম ও ছাত্রদল নেতা আরিফ মল্লিককে পুলিশ গ্রেপ্তার করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রিয়াজুল ইসলাম ও আরিফ মল্লিক নাশকতা মামালার এজাহারভুক্ত আসামী। গ্রেপ্তারকৃতদের ৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ বিচারকি হাকিম মোঃ কামরুল আজাদ তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host