পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ফারুকী গ্রেফতার: বিএফইউজে ও ডিইউজের নিন্দা

প্রকাশের তারিখ: মার্চ ১৩, ২০২৩ | ৬:২৯ পূর্বাহ্ণ

খবর বিজ্ঞপ্তি: ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সদস্য ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ-সম্পাদক আব্দুল আজিজ ফারুকীকে পেশাগত দায়িত্ব পালনকালে মিরপুর থেকে আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।

নেতৃবৃন্দ বলেন, কোনো মামলা না থাকা স্বত্ত্বেও পেশাগত দায়িত্ব পালনকালে মিরপুর থেকে দারুস সালাম থানা পুলিশ গ্রেফতার করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর হামলা বন্ধ, সব মিথ্যা ও হয়ারানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে নেতারা বলেন, অন্যথায় সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host