মুলাদীতে আগুনে পুড়ে গোয়ালঘরসহ দুই গরু ভস্মীভূত

প্রকাশের তারিখ: মার্চ ১৪, ২০২৩ | ৪:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের মুলাদীতে আগুনে পুড়ে গোয়ালঘরসহ দুই গরু ভস্মীভূত হয়েছে। পুলিশের ধারণা, মশার কয়েল থেকে আগুন লাগতে পারে। তবে ভুক্তভোগীর দাবি, নাশকতা!

রোববার (১৩ মার্চ) দিনগত রাতে উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আগুনে পুড়ে ওই গ্রামের রুমেজ সরদারের ষাড় ও গাভীসহ গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মন্ডল বলেন, খবর পেয়ে সকালে (১৪ মার্চ) ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জলন্ত মশার কয়েল থেকে গোয়ালঘরে এই আগুন লেগেছে। এতে গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং দুটি গরু মারা গেছে।

রুমেজ সরদারের স্ত্রী লাভলী বেগম জানান, তাদের দেড় লাখ টাকা দামের একটি ষাড় এবং সোয়া লাখ টাকার গাভী ছিলো। রাতে গরু দুটি গোয়ালে রেখে তালা দিয়ে ঘুমাতে যান। রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে দেখেন গোয়াল ঘরে আগুন জ্বলছে। এসময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু ততক্ষণে গোয়ালঘরসহ দুটি গরু পুড়ে মারা গেছে।

লাভলী বেগমের দাবি, শত্রুতার জেরে কেউ গোয়ালঘরে আগুন দিয়েছে। এতে তাদের তিন লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host