উজিরপুরে মেডিকেল অফিসারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

প্রকাশের তারিখ: মার্চ ১৪, ২০২৩ | ৬:০১ অপরাহ্ণ

উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাখাল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে রোগীদের সাথে খারাপ ব্যবহার ও লাঞ্চিত করার প্রতিবাদে লিখিত অভিযোগ দায়ের করেছে রোগীর স্বজনরা।

পৌরসভার ৮ নং ওয়ার্ড এর মাহার গ্রামের মোঃ বদিউজ্জামান বাদল ১১ মার্চ উপজেলা স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তা মোঃ শওকত আলীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ডঃ শওকত আলী ৩ সদস্য বিশিস্ট তদন্ত কমিটি গঠন করেন এবং ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

অভিযোগকারী মোঃ বাদল হাওলাদার জানান- ১০ মার্চ সকালে এলাকায় একটি মারামারি ঘটনা ঘটে। এতে উভয় পক্ষ হাসপাতালে ভর্তি হয়। এসময় ডাঃ রাখাল চন্দ্র বিশ্বাস এক পক্ষের জখমী আহত রোগী নাছিমা বেগম , রোমানা বেগম, মালেকা বেগম শহিদুল ইসলাম এবং ফার্মাসিস্ট আজাদ কবিরের সাথে খারাপ ব্যবহার করে লাঞ্ছিত করেন। রোগীদের চিকিৎসা না দিয়ে হাসপাতালের ছাড়পত্র দিয়ে তারিয়ে দেন।

স্থানীয়রা আরো জানান, ডাক্তারের ব্যবহারে রোগীদের অর্ধেক রোগ শেরে যাওয়ার কথা কিন্তু ডাঃ রাখাল বিশ্বাসের ব্যবহার অত্যান্ত রুঢ় আচরণ করে থাকে রোগীদের সাথে।

তারা আরো জানান, ডাঃরাখাল চন্দ্র বিশ্বাস আবাসিক মেডিকেল অফিসার হওয়ার পর সামান্যতম আহত রোগীদেরকে ঝামেলা ভেবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন।

এ বিষয়ে ডাঃ রাখাল চন্দ্র বিশ্বাস বলেন- আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। বরংচ রোগীরা আমার সাথে খারাপ আচরণ করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শওকত আলী জানান, আমি একটি অভিযোগ পেয়েছি। তাই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host