দক্ষিণ চর করনজী মেওয়া জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: মার্চ ১৪, ২০২৩ | ৮:২৮ অপরাহ্ণ

খলিফা মাইনুল : বরিশালের দক্ষিণ চরকরনজী মেওয়া জামে মসজিদের উদ্যোগে ১ দিনব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৩ই মার্চ ) বাদ আসর কোতোয়ালী থানাধীন দক্ষিণ চর করনজী মেওয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হযরত মাওলানা মোঃ ওসমান হারিজ সিদ্দিকী ,পীর সাহেব জৈনপুরী।

ওই মসজিদ কমিটির সভাপতি মো. হেমায়েত উদ্দিন এর পরিচালনায় মাহফিলের সভাপতিত্ব করেন প্রফেসর ডা. এ বি এম রাশিদুল হাসান, ভাইস চ্যান্সেলর , এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ । এ সময় তার হাতে সম্মানসূচক ক্রেস তুলে দেওয়া হয়।

ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা নাসির উদ্দিন ও হযরত মাওলানা মোঃ জয়নাল আবেদীন । ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ বয়ান করেন, আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মোজাম্মেল হোসেন ,অধ্যক্ষ সাহেবপুর আলিম মাদ্রাসা, খলিফা জৈনপুরী সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ।

মাহফিলের আয়োজন করেন, মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মোঃ সজীব জোমাদার ।

মাহফিলে বক্তারা বলেন, ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাসুলের (সা.) আদর্শ মেনে চলতে পারলে আমরা দুনিয়া আখেরাতে সফল হতে পারব। আল্লাহর ভয় যদি আমাদের মনে থাকে তাহলে মানুষ কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারেনা। দুনিয়ার লোভ পরিহার করে আল্লাহকে ভালবাসতে পারলে আখেরাতের পথ সুগম হবে। মাহফিলে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host