পবিপ্রবিতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: মার্চ ১৫, ২০২৩ | ৬:০৪ অপরাহ্ণ

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) সিরাতুন্নবী (সা:) ২০২২ উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বুধবার(১৫ মার্চ) সকাল ১০ ঘটিকায় পবিপ্রবি’র অডিটোরিয়ামে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতা কয়েকটি বিষয়ে অনুষ্ঠিত হয়। সর্বপ্রথম পবিত্র কুরআন তেলাওয়াত, এরপর একে একে আযান, ইসলামী সঙ্গীত, উপস্থিত বক্তৃতা, ইসলামী কুইজ এবং হযরত মুহাম্মদ (স) এর জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের ৮ টি শিক্ষার্থীরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.এ.কে. এম. ফারুক-ই -আজম,প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিতত্ব বিভাগের প্রফেসর ড মুহাম্মদ আবু ইউসুফ, পবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মো: আবদুল কুদ্দুস, শের-ই বাংলা হল মসজিদের ইমাম হাফেজ রফিকুল ইসলাম, এনএসভিএম অনুষদ মসজিদের ইমাম মাওলানা মাহবুবুল আলম।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host