চরফ্যাশনে আইসিটি শিক্ষক মহসিনের জানাজায় হাজারো মানুষের ঢল

প্রকাশের তারিখ: মার্চ ১৭, ২০২৩ | ৩:০৮ অপরাহ্ণ

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক : হাজারো মানুষের অশ্রুসিক্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার কুলছুমবাগ এ জব্বার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (আইসিটি) মহসিনের জানাজার আজ ১৭মার্চ শুক্রবার সকাল ১১ টায় চরফ্যাশন হেলিপোর্ট মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে তার লাশ নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

উল্লেখ্য,দীর্ঘদিন ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। গত ১৬ মার্চ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যান। ওইদিন বিকেলে একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন। তিনি পুরো চরফ্যাশনের শিক্ষক সমাজের কাছে কম্পিউটারের বিশেষজ্ঞ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। কেউ কোন সমস্যায় পড়লে, তাৎক্ষণিক ভাবে গিয়ে কিংবা ফোনে সমস্যার সমাধান করে দিতে মহসিন স্যার। মরহুমকে অশ্রুসিক্ত বিদায়ী দিতে এসে তার অনেক সহকর্মী শিক্ষক এমন উক্তি করেন।

চরফ্যাশন উপজেলা জামিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান বলেন, মহসিন অত্যান্ত মেধাবী একজন আইসিটি শিক্ষক ছিলেন। দীর্ঘ প্রায় ১০ বছর আমার সকল কম্পিউটারের কাজ সে করতো। তার মৃত্যুতে একা হয়ে গেলাম। তিনি তার জন্য দোয়া ও সকলের কাছে ক্ষমা চান।

কুলছুমবাগ এ জব্বার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হারুন অর রশিদ বলেন, মহসিনের চলে যাওয়ার শোক সইবার মত নয়। মহান আল্লাহর কাছে, তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করছি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host