বিএনপির কর্মী সভায় নেতার বিরুদ্ধে শ্লোগান দেওয়ায় হামলা-মারধর

প্রকাশের তারিখ: মার্চ ১৯, ২০২৩ | ৫:৫৩ অপরাহ্ণ

বরিশাল নগরীর সদর রোডের বিএনপি কার্যালয় চত্ত্বরে উজিরপুর থানা বিএনপি’র কর্মী সভায় সাবেক সংসদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের উপর হামলা হয়েছে। থানা বিএনপি’র সাবেক সভাপতি আবদুল মাজেদ মাস্টারের অনুসারীদের বেদম মারধর করেছে স্থানীয় সাবেক সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপি’র ১ নম্বর সদস্য শরফুদ্দিন আহমেদ সান্টুর অনুসারীরা। রবিবার সকাল সোয়া ১০টার দিকে হামলার পর উত্তাপ ছড়িয়ে পড়লে সিনিয়ররা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরে থানা বিএনপি’র সাবেক সভাপতি আবদুল মাজেদ মাস্টারের সভাপতিত্বে সদর রোডের দলীয় কার্যালয়ে উজিরপুর থানা বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান এবং বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব আবুলি কালাম শাহিন।

বিএনপি’র দলীয় সূত্র জানায়, তৃণমূল বিএনপি ঢেলে সাঁজানো প্রক্রিয়ার অংশ হিসেবে মাস দুয়েক আগে উজিরপুর থানা বিএনপি’র কমিটি বিলুপ্ত করে জেলা কমিটির নেতারা। ওই থানায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে ইতিপূর্বে উজিরপুর উপজেলা সদরে এবং গুঠিয়া ইউনিয়নে দুই সফা কর্মী সভা আহ্বান করেও ক্ষমতাসীনদের বাঁধায় সভা করতে পারেনি বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।

আজ সকাল ১০টায় বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে উজিরপুর থানা বিএনপি’র কর্মী সভা শুরু হয়। সভা স্থলের বাইরে উজিরপুরের সাবেক সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি শরফুদ্দিন আহমেদ সান্টুর বিরুদ্ধে শ্লোগান দেয় থানা বিএনপি’র সাবেক সভাপতি মাজেদ মাস্টারের অনুসারীরা। এ সময় সান্টুর অনুসারীরা তাদের বেদম মারধর করে। এ নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়ে সদর রোডে।

পরে সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বলে জানান উপজেলা যুবদলের আহ্বায়ক আফম শামসুদ্দোহা আজাদ। পরিস্থিতি শান্ত হওয়ার পর জেলা বিএনপি’র আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিনের উপস্থিতিতে উজিরপুর থানা বিএনপি’র কর্মী সভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় বলে জানান যুবদল নেতা আজাদ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host