চরফ্যাশনে জবাই করা হরিণ উদ্ধার

প্রকাশের তারিখ: মার্চ ২০, ২০২৩ | ৪:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :চরফ্যাশনে জবাই করা ১টি চিত্রাল হরিণ উদ্ধার করেছেন বন কর্মীরা। গত শনিবার (১৮ মার্চ) বিকেলে দক্ষিণ আইচা থানার চর নিজান কালকিনি বীট অফিসের উত্তর পাশে মোল্লার খালের উত্তর পাশের কেওড়া বাগান থেকে জবাই করা অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়। এই ঘটনায় রবিবার সকালে ৩ জনকে আসামি করে বন্য প্রাণী আইনে মামলা করা হয়েছে।

ঢাল চররেঞ্জের কালকিনি বন বিট অফিসার এসএম আমির হামজা সাংবাদিককে জানান, ওই বাগানে একই এলাকার টেপাবাচ্ছুর নেতৃত্বে মাঈন উদ্দীন, হাফেজসহ আরো কয়েকজন মিলে হরিণ শিকার করে জবাই করেন। এসময় বনবিট অফিসার নেতৃত্বে টহলরত বনকর্মীদের উপস্থিতি টের পয়ে শিকারীরা পালিয়ে যায়। শনিবার রাত ১টার দিকে ম্যাজিস্ট্রেট এর অনুমতিক্রমে জবাই করা হরিণটি ধ্বংস করে মাটিতে পুতে ফেলা হয় বলে জানান তিনি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host