নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ৭

প্রকাশের তারিখ: মার্চ ২১, ২০২৩ | ৭:১২ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠি-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে শিমুল পরিবহন নামে একটি বাস উল্টে অন্তত ৭জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায় নি।

মঙ্গলবার (২১ মার্চ ) সকাল সাড়ে ৯ টার দিকে নলছিটি উপজেলার মগর ইউনিয়নের ডহরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠি থেকে কিছু যাত্রী নিয়ে বরিশালের দিকে বাসটি যাচ্ছিল, হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে গাড়িতে থাকা অনেক যাত্রীরা কমবেশী আহত হন।গুরুতর আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা আরও জানান,চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক করার কারণে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। অতিরিক্ত গতির কারণেই এমনটি হয়েছে। নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শিমুল পরিবহন নামে একটি বাস রাস্তায় উল্টে যায়।এ ঘটনায় কমপক্ষে ৫ থেকে ৭ জন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে । ফাঁকা সড়কে বাসটি কী কারণে উল্টে গেল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।’’

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host