ঝালকাঠিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে বাগান পুড়ে যাওয়ার ২ সপ্তাহেও মেলেনি বিচার

প্রকাশের তারিখ: মার্চ ২১, ২০২৩ | ৮:২৯ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রামচন্দ্রপুর গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে বোস বাড়ির বাঁশ বাগান পুড়ে যাওয়ার ২ সপ্তাহ পরেও বিচার পায়নি ভুক্তভোগী পরিবার।

এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের পূর্বপাশে সুদীপ্ত নারায়ন বসুর বাড়ির এক একর জুড়ে বাঁশ বাগানে ৮ মার্চ দুপুরে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে পুড়ে ছাই করে দেয়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত সুদীপ্ত নারায়ন বসু জানান, প্রায় ৫ লক্ষ টাকার বাস বাগান দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে ধ্বংস করে দিয়েছে। আমার প্রতিপক্ষ কতিপয় ব্যক্তির সাথে জমিজমা নিয়ে ঝগড়া বিবাদ হওয়ার কিছু দিন পরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী না হওয়ায় কারো নাম বলতে পারছেন না। তবে শত্রুতাবশত এ ঘটনা ঘটানো হয়েছে বলে তার ধারণা।

স্থানীয় বাসিন্দা পরিমল চন্দ্র বিশ্বাস জানান, “আমি গুহদের হাট বাজার থেকে ফেরার পথে দেখতে পাই বাঁশ বাগানে আগুন জ্বলছে। পরে জানতে পারি দুর্বৃত্তরা বাগানে আগুন দিয়ে চলে যায়। আগুনে পুড়ে কয়েক লক্ষ টাকার বাঁশ ও অন্যান্য গাছের ক্ষতিসাধিত হয়।”
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগে অমল শীলের পুত্র অশোক শীল এবং মধুশীলের পুত্র কানু ওরফে পরিমল শীলের নাম সন্দেহজনকভাবে উল্লেখ করেন।

এ ব্যাপারে ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা মাছুম শেরওয়ানী বলেন, “অভিযোগ পেয়ে আমি ঘটনা স্থল পরিদর্শণ করি। ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই লক্ষ লক্ষ টাকার বাঁশ ও অন্যান্য গাছ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।”

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host