গৌরনদীতে ১২শ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ী

প্রকাশের তারিখ: মার্চ ২১, ২০২৩ | ৮:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বিভাগীয় (গোয়েন্দা) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ১২০০ পিস ইয়াবা উদ্বার করা হয়েছে। এ সময় মো. রুবেল সরদার নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে বলে জানা যায়।

আজ মঙ্গলবার (২১মার্চ) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় (গোয়েন্দা) কার্যালয়ের সহকারী পরিচালক মো.এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করা করেছেন।

পলাতক মাদক ব্যবসায়ী মো.রুবেল সরদার গৌরনদী উপজেলার ৭নং শরিকল ইউনিয়ন ২নং ওয়ার্ড দক্ষিণ সাকোকাঠি গ্রামের মো: আমিন সরদারের পুত্র।

সহকারী পরিচালক মো.এনায়েত হোসেন- মঙ্গলবার দুপুরে গৌরনদী ‍উপজেলার ৭নং শরিকল ইউনিয়ন ২নং ওয়ার্ড দক্ষিণ সাকোকাঠি গ্রামের রুবেল সরদারের দোকান তল্লাশি করে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মো. রুবেল সরদার পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ইয়াবা ও আসামী রুবেল সরদারের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host