পিরোজপুর জেলার ৬টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা

প্রকাশের তারিখ: মার্চ ২২, ২০২৩ | ৯:৪৮ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশের একটি পরিবারও গৃহহীন ও ভুমিহীন থাকবে না, মুজিব বর্ষের প্রধানমন্ত্রীর দেয়া এই প্রতিশ্রুতি বাস্তবায়নে পিরোজপুরে চতুর্থ ধাপে ১ হাজার ১৬০টি ঘর বিতরনের মধ্য দিয়ে পিরোজপুর জেলার ৬টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় পিরোজপুরের ভান্ডারিয়া, মঠবাড়িয়া, কাউখালী, নেছারাবাদ, নাজিরপুর ও ইন্দুরকানীকে ভুমিহীন মুক্ত ঘোষনা করেন। পরে কাউখালী উপজেলা পরিষদের সামনে থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানে নেতৃত্বে একটি আনন্দ র‌্যালীতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্হানে এসে র‌্যালীতে শেষ হয়। এসময় র‌্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার ওসি মোঃ জাকারিয়া সহ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক – শিক্ষার্থী ও উপহারের ঘর প্রাপ্তরা অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর দেয়া এ উপহারের ঘর পেয়ে খুশি দরিদ্র ও ছিন্নমূল এসব মানুষ।
এর আগে তিন ধাপে নির্মান করা হয়েছে ৪ হাজার ৩৭৬ টি ঘর। জেলায় এ পর্যন্ত ৪টি ধাপে মোট ৫ হাজার ৫৩৬ জনকে দুই শতাংশ জমি ও ঘর প্রদান করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host