সিনজেনটা কোম্পানির প্রতারণায় নিঃশ্ব অর্ধশতাধিক তরমুজ চাষী

প্রকাশের তারিখ: মার্চ ২৩, ২০২৩ | ৩:৫২ অপরাহ্ণ

কুয়াকাটা প্রতিনিধি ঃ পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় ডিলারের কাছ থেকে সিনজেনটা কোম্পানির ড্রাগন তরমুজ বীজ কিনে ব্যপক ক্ষতিগ্রস্থ হয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী চাষিরা। বৃহষ্পতিবার সকালে উপজেলার ধানখালী ইউপির লোন্দা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী কৃষক পরিবারের শতাধিক নারী পুরুষ ও শিশুরা অংশ গ্রহন করে।
এসময় কৃষক সাইফুল ইসলাম (৩৪)জানান, স্থানীয় সিনজেনটা ডিলারের মাধ্যমে ৩ হাজার টাকা করে ড্রাগন জাতের বীজ ২ প্যাকেট ক্রয় করে ক্ষেতে বপন করেছে প্রায় অর্ধশতাধিক তরমুজ চাষি। তবে ড্রাগন বীজ বপন করলেও কৃষকের ক্ষেতে ছোট ছোট বিভিন্ন জাতের তরমুজের ফলন হয়েছে। যা বাজারজাত করতে পারেনি কৃষকরা। ফলে ড্রাগন তরমুজ চাষীদের প্রায় অর্ধকোটি টাকার লোকশান হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। অন্য দিকে এ অভিযোগ অস্বীকার করে কলাপাড়া সিনজেন্টা কোম্পানির ডিলার সোহাগ বলেন আমার কাছ থেকে কোন কৃষক বীজ নেয়নি ,

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host