পিরোজপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশের তারিখ: মার্চ ২৩, ২০২৩ | ৫:০২ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার দুই হাজার ২০০ জন কৃষকদের মাঝে ২০২২ ২৩ অর্থবছরে উফসি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

প্রত্যেক কৃষককে পাঁচ কেজি উফসি আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু। উপস্থিত ছিলেন কাউখালী প্রেসক্লাবে সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি রতন কুমার দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাংবাদিক ফোরাম সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host