বরিশালে সিভিল সার্জনের ৪ বিড়ালের মৃত্যু, কারণ জানতে ময়নাতদন্ত

প্রকাশের তারিখ: মার্চ ২৩, ২০২৩ | ৭:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল জেলা সিভিল সার্জনের পোষা দুই মাস বয়সী চারটি বিড়াল ছানার রহস্যজনক মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করেছে প্রাণিসম্পদ বিভাগ।

বুধবার (২২ মার্চ) সিভিল সার্জন ডা. মারিয়া হাসানের সরকারি বাংলোতে বিড়াল ছানাগুলোর মৃত্যু হয়।

ডা. মারিয়া হাসান বলেন, গত দুই মাস ধরে ধরে বাচ্চাগুলো ভালোভাবেই বেড়ে উঠছিল। বুধবার হঠাৎ করেই দেড় ঘণ্টার ব্যবধানে চারটি বিড়াল ছানার রহস্যজনক মৃত্যু হয়। বিষয়টি উদ্বেগজনক মনে হলে তাৎক্ষণিক প্রাণিসম্পদ বিভাগকে জানাই। তারা এসে বিড়াল ছানাগুলো উদ্ধার করে নিয়ে গেছেন।

তিনি আরও বলেন, পরে প্রাণিসম্পদ বিভাগ থেকে আমাকে জানানো হয়েছে বিড়ালের মধ্যে নাকি নতুন একটি ভাইরাসের দেখা দিয়েছে। এটার কারণেই সুস্থ বিড়াল হঠাৎ করেই মারা গেছে।

বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম বলেন, সিভিল সার্জনের পোষা বিড়ালগুলো কেন মারা গেলো তা নিশ্চিত হওয়ার জন্য বুধবারই প্রাণী রোগ নির্ণয় কেন্দ্রে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host