রাজাপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কায় নিহত ২, আহত ৩০

প্রকাশের তারিখ: মার্চ ২৪, ২০২৩ | ৩:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দিয়েছে। এতে বাসটির সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।

শুক্রবার (২৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার মেহেদী হাসান ও পারভেজ নামে এক যাত্রী নিহত হন।

আহত বাস যাত্রীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করে বাসটি। ছাড়ার পর থেকে কয়েক দফা চালক, হেলপার ও সুপারভাইজারদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ কারণে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। একপর্যায়ে বরিশাল-পাথরঘাটা সড়কের কানুদাশকাঠি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে বাসটি খাদে পড়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, আহতদের রাজাপুর ও ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা গুরুতর হওয়ায় বাসটির চালককে বরিশালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় সাময়িক যান চলাচল বন্ধ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host