স‍্যার সম্বোধন প্রসঙ্গে

প্রকাশের তারিখ: মার্চ ২৫, ২০২৩ | ৮:৩২ পূর্বাহ্ণ

সরকারি কর্মকর্তা বা উচ্চ পদের অধিকারীরা স‍্যার সম্বোধন শুনতে চান। এটি এখন অঘোষিত ট্রাডিশন হয়ে গেছে।

স‍্যার না বলায় অনেক সন্মানীত ব‍্যক্তিকেই বিভিন্ন সময় হেনস্তা ও অপমান হতে হয়েছে।অথচ কর্মকর্তাগন বা উচ্চ পদধারীরা জনগনের সেবক এবং রাষ্ট্রের কর্মচারী। জনগনের ট‍্যাক্সের পয়সায় এরা বেতন ও অন‍্যান‍্য সুবিধা ভোগ করেন।

সরকারের উপর মহল থেকে মাঝে মধ‍্যে বলা হয় কর্মকর্তাগন স‍্যার সম্বোধনের অধিকারী নন। বরং তাঁরা রাষ্ট্র তথা জনগনের সেবক।

উক্ত সমস‍্যাটির স্পষ্ট সমাধান করে সরকারের উচিৎ একটি গেজেট প্রকাশ করা।

লেখকঃ প্রিন্সিপাল মো:ওমর ফারুক।
বরিশাল।
২৫/০৩/২০২৩ ইং

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host