উজিরপুরে যৌতুকের দাবিতে ৩ সন্তানের জননী’কে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

প্রকাশের তারিখ: মার্চ ২৫, ২০২৩ | ৭:১৭ অপরাহ্ণ

উজিরপুর প্রতিনিধি :: বরিশাল জেলার উজিরপুরে যৌতুকের দাবিতে প্রথম স্ত্রীকে মারধর ও ঘরে তালাবদ্ধ করে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ২৪ মার্চ অভিযোগের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এ.এস.আই আল আমিন ঘটনাস্থলে পরিদর্শন করেন। অভিযোগ ও নির্যাতিত গৃহবধূর জানান উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মৃত ভাসাই হাওলাদারের ছেলে কালাম হাওলাদার (৫৫) এর সাথে ২৮ বছর পূর্বে মোড়াকাঠি গ্রামের আবুল হাসেম সরদারের মেয়ে মোসাঃ রাশিদা বেগম (৫০) এর সামাজিক ভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ৩টি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। ইতিপূর্বে তাদের সংসার ভালই চলছিল। তবে কালাম হাওলাদার জীবিকা নির্বাহের জন্য( প্রবাস )ব্রুনাই যান। এরপর ৬ বছর পূর্বে সুখী বেগম (ছদ্মনাম ) নামে এক নারীকে বিবাহ করেন। এরপর বাংলাদেশে ফিরে এসে কালাম হাওলাদার ও তার ২য় স্ত্রী মিলে ১৫ মার্চ সকাল ১০টায় প্রথম স্ত্রী রাশিদা বেগমকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এবং কালাম হাওলাদার ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করে। এতে অস্বীকৃতি জানালে রাশিদা বেগমকে ঘরে তালাবদ্ধ করে রাখে বলে অভিযোগ করেন ভুক্তভোগী রাশিদা বেগম। অভিযুক্ত কালাম হাওলাদার বিষয়টি এড়িয়ে যান । এ ব্যপারে ভুক্তভোগী রাশিদা বেগম জানান আমাকে আমার স্বামী কালাম হাওলাদার ও তার ২য় স্ত্রী মিলে আমার উপর অমানুষিক নির্যাতন চালায় এবং আমাকে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দেয়। আমি বর্তমানে তিন মেয়েকে মানবেতর জীবনযাপন করছি। উজিরপুর মডেল থানায় ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি ও স্বামীর অধিকার ফিরে পেতে নির্যাতিতা রাশিদা বেগম মানবাধিকার সংস্থা ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host