আমতলীতে ২৫শে মার্চ গনহত্যা দিবস পালিত।

প্রকাশের তারিখ: মার্চ ২৫, ২০২৩ | ৭:১৮ অপরাহ্ণ

হারুন অর রশিদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে উপজেলা আয়োজনে ২৫শে মার্চ গনহত্যা দিবসটি বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে পালন করা এক্স হয়েছে।
দিবসটি পালনে বিভিন্ন কর্মসুচির মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল।
শনিবার দুপুরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান,আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে, এম মিজানুর রহমান।চুনাখালী বোর্ড সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল কবিরের সঞ্চালোনায় বক্তব্য রাখেন,চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল, উপজেলা কৃষি আফিসার সিএম রেজাউল করিম,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম ও বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন মেম্বার প্রমুখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host