বরিশালে ছোট ভাইয়ের হত্যাকারী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বড় ভাই গ্রেপ্তার

প্রকাশের তারিখ: মার্চ ২৫, ২০২৩ | ১০:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের হিজলায় ছোট ভাইকে হত্যায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। রায়ের ১০ বছর পর শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন বেপারী (বর্তমান বয়স ৩৮) হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের প্রয়াত মজিবুল বেপারীর ছেলে।

মামলার নথির বরাতে হিজলা থানার এএসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গিয়াস উদ্দিন বেপারী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। ২০০৭ সালে তার ছোট ভাই জসীম উদ্দিন বেপারীকে তার সঙ্গে মাছ ধরতে নিয়ে যান। সেদিন পারিবারিক বিরোধ নিয়ে দুই ভাইয়ের ঝগড়া হয়। এক পর্যায়ে জসীম উদ্দিনের হাত-পা বেঁধে নদীতে ফেলে হত্যা করেন গিয়াস উদ্দিন।

এএসআই মিজানুর আরও জানান, ছোট ভাইয়ের লাশ উদ্ধারের পর কেরানীগঞ্জ গিয়ে আত্মগোপন করেন গিয়াস। এ ঘটনায় করা মামলায় ২০১৩ সালের ২৮ মার্চ আদালত গিয়াস উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় একটি কোম্পানির নৈশ প্রহরী পদে চাকরি করছিলেন গিয়াস উদ্দিন। ওই এলাকায় একটি চায়ের দোকানও চালাতেন তিনি।

এএসআই মিজান বলেন, গোপন সংবাদে তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার রাত ১০টার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গিয়াস উদ্দিনকে শনিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও এএসআই মিজান জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host