বাকেরগঞ্জে ক্যাবল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ: মার্চ ২৭, ২০২৩ | ৮:১৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বাকেরগঞ্জের ৩ নং দারিয়াল ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ জামাল মোল্লা (৪৫) নামের এক ক্যাবল ব্যবসায়ীকে মারধর করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার রাত ৯ টায় নিজ মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী হলো ওই থানার চর বিষারিকাঠি গ্রামের বাসিন্দা মৃত আজহার আলী মোল্লার ছেলে । বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, ক্যাবল ব্যবসায়ী জামাল মোল্লার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির উপর দিয়ে বাড়ির রাস্তা গেছে । ঐ রাস্তা দীর্ঘদিন যাবত জোরপূর্বভাবে ভোগ দখল করা চেষ্টা করে আসছে একই এলাকার বাসিন্দা মৃত সিরাজ মোল্লার ছেলে রেজাউল মোল্লা । বিভিন্ন সময় ওই রাস্তা নির্মাণ করলে তারা গরু – ছাগল দিয়ে রাস্তা নষ্ট করে ফেলে । এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ওই রাস্তা জোরপূর্বক ভাবে ভোগ দখল করার চেষ্টা করে আসছে তারা। ঘটনার দিন তারই জের ধরে রেজাউল মোল্লা , হারুন মোল্লা, মামুন মোল্লা সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসীরা দেশীও অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়।
এ সময় তার চিৎকার শুনে ভাইয়ের বউ ঝুমুর বেগম ছুটে আসলে তাকেও মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে । পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে । বর্তমানে তিনি এ হাসপাতালের সার্জারি ২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে । এ বিষয়ে মামলাদারের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host