বিকেলে সরকারী হাসপাতালেই প্রাইভেট চেম্বার এবং অপারেশন করবেন চিকিৎসকরা

প্রকাশের তারিখ: মার্চ ২৮, ২০২৩ | ৮:৩৯ পূর্বাহ্ণ

বাণী ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ৩০ মার্চ বৃহস্পতিবার থেকে সরকারি চিকিৎসকরা অফিস সময়ের পর হাসপাতালেই বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভিজিট নিয়ে রোগী দেখতে পারবেন। এই প্রাইভেট প্র্যাকটিসের আওতায় সেবা নিতে অধ্যাপককে ফি দিতে হবে ৫০০ টাকা। সোমবার দুপুরে সচিবালয়ে এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
সরকারি হাসপাতালের চিকিৎসকরা নিজ প্রতিষ্ঠানেই প্রাইভেট প্যাকটিস করতে পারবেন। প্রায় তিন মাস ধরে এটি চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। অবশেষে সিদ্ধান্ত হয়েছে
৩০ মার্চ থেকে এ সেবা চালু হচ্ছে। সরকারি চিকিৎসকদের বৈকালিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত সভায় এটি চূড়ান্ত হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাইভেট প্র্যাকটিসের আওতায় সেবা নিতে অধ্যাপককে ৫০০ টাকা, সহযোগী অধ্যাপককে ৪০০, সহকারী অধ্যাপককে ৩০০ এবং অন্য চিকিৎসককে ২০০ টাকা ফি দিতে হবে। সপ্তাহে দুদিন বেলা ৩টা থেকে ৬টা পর্যন্ত চিকিৎসকরা এ সেবা দেবেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ১০ জেলা ও ২০ উপজেলার সরকারি হাসপাতালে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হচ্ছে।
এই সেবার আওতায় থাকবে ছোট ধরনের অস্ত্রোপচার ও টেস্ট। সরকার নির্ধারিত ফি দিয়ে বিকেল বেলাতেও এক্সরে ও আলট্রাসনোগ্রাম করা যাবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host