পটুয়াখালীতে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ: মার্চ ২৮, ২০২৩ | ৮:৪৩ অপরাহ্ণ

বাউফল প্রতিনিধি ::: পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর দুই শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামীসহ মোট ৪ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাউফল থানা পুলিশের সহায়তায় গত ২৪ ঘন্টায় বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

বাউফল থানা সূত্রে জানা গেছে, জোড়া হত্যা মামলার প্রধান আসামী রায়হান কাজিকে (১৪) মঙ্গলবার (২৮ মার্চ) ভোররাতে নরসিংদী জেলার রায়পুর থেকে র‌্যাবের সহায়তায় বাউফল থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হন। এরপর হাসিবুল হাসান হৃদয়কে (১৪) ঢাকার পল্লবী থেকে এবং মশিউর রহমান নাইমকে (১৪) ঢাকার দারুসসালাম থেকে গ্রেপ্তার করা হয়। অপর আসামী নাইম হোসেন নিজেই কোর্টে আত্মসমর্পণ করেন।

উল্লেখ্য, গত ২২ মার্চ পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মারুফ ও নাফিসকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নবম শ্রেণির শিক্ষার্থী রায়হানের সাথে দশম শ্রেণির শিক্ষার্থী মারুফের পায়ের সাথে পা লাগার ঘটনাকে কেন্দ্র করে তর্ক হয়। এর জের ধরে ২২ মার্চ বিকাল সাড়ে ৪ টার দিকে বিদ্যালয়ের অদূরে মারুফ, নাফিস ও সিয়ামকে ছুরিকাঘাত করে রায়হানসহ ৬ কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাদের মধ্যে মারুফ ও নাফিসের অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় তারা মারা যান।

এঘটনায় নিহত নাফিসের মা নার্গিস বেগম বাদি হয়ে ৬ জনকে নামীয় ও ৪ জনকে অজ্ঞাত আসামী করে গত ২৪ মার্চ বাউফল থানায় মামলা করেন। ওই দিনই ২ আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ওই মামলার মোট ৬আসামির সকলকে গ্রেপ্তার করা য়েছে।

এ ব্যাপারে বাউফল থানার তদন্ত কর্মকর্তা মো মিজানুর রহমান বলেন, পুলিশ এনিয়ে মোট ৬জন আসামীর সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হন। মামলাটি তদান্তাধিন রয়েছে। খুব তারাতারি তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করা হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host