আমতলীতে ছাগল বেঁধে রাখতে বলায় মা-ছেলেকে মারধর

প্রকাশের তারিখ: মার্চ ২৯, ২০২৩ | ৯:২৯ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি :::: বরগুনার আমতলী উপজেলায় ছাগলকে কেন্দ্র করে মা-ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল ৫টার দিকে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউডা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছোনাউডা গ্রামের রাজা খানের ছেলে বশির (৩৫) ও তার মা তাসলিমা বেগম (৬৫)। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত বশির বলেন, ‘মামুন আমাদের প্রতিবেশী। তার ছাগল আমার চাষ করা ঘাস খাচ্ছিল। বিষয়টি দেখার পর আমি মামুনকে ছাগল বেঁধে রাখতে বলি। তবে মামুন বিষয়টি নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে মামুন ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করতে থাকে। তার ভাই রাকিব এবং রাকিবের শ্যালক রায়হানও আমাকে মারধর করেন। মা এগিয়ে তাকে মারধর করেন।’

এ বিষয়ে অভিযুক্ত মামুন বলেন, ‘বশিরের চাষ করা ঘাস ছাগলে খাওয়ার ঘটনায় আমার ভাই রাকিবও আহত হয়েছেন।’

এ বিষয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কাংখিত মন্ডল বলেন, ‘বশির ও তার মা তাসলিমা বেগম হাতে জখম ও শরীরে আঘাতের চিহ্ন নিয়ে সাস্থ কমপ্লেক্সে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ঘটনাটি জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host