নাজিরপুরে সচিব পরিচয়ে অনুদানের নামে প্রতারণা

প্রকাশের তারিখ: মার্চ ২৯, ২০২৩ | ৯:৩৭ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব পরিচয়ে অনুদান দেওয়ার কথা বলে এক স্কুল শিক্ষকের ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে ভুক্তভোগী শিক্ষক কল্যান দাশ নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ভুক্তভোগী উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ডেপুটেশনে কাজ করেন।

কল্যান দাশ শিক্ষক জানান, সোমবার বিকেলে চাচা সাবেক উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি ধর্ম মন্ত্রণালয় থেকে মন্দিরের অনুদান হিসাবে ৫০ হাজার টাকা পাওয়ার কথা বলে এক সচিবের ফোন নম্বর দেন। ওই সচিবকে ফোন দিলে তিনি পৃথক তিনটি মোবাইল নম্বরের মাধ্যমে ব্যাংকের ক্রেডিট কার্ডের নম্বর চান ও আমাকে কিছু প্রশ্ন করেন। সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আমার দেওয়া পৃথক তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ৭৫ হাজার টাকা নিয়ে যায় প্রতারক চক্র।

বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বলেন, আমাদের বাড়ির একটি মন্দিরে অনুদানের কথা বলে সচিব পরিচয়ে ফোন দেন। পরে ওই দিন বিকেলে একটি ক্রেডিট কার্ডের মাধ্যমে লেন-দেন আছে এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট চান। আমি পরে আমার ভাতিজাকে ফোনে বিষয়টি জানাই। প্রতারক চক্র তার কাছ থেকে ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host