বরিশালে ৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ: মার্চ ৩০, ২০২৩ | ৫:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) নগরীর কাশীপুর ও বি.এম. কলেজ সংলগ্ন এলাকায় বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরটির বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র।

উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে পাঁচটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়েছে। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। তবে রমজান উপলক্ষে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host