চাঁন মিয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরন করতে পাশে দাঁড়ালেন সেচ্ছাসেবী শোভন।

প্রকাশের তারিখ: এপ্রিল ১, ২০২৩ | ৯:১৯ অপরাহ্ণ

গোলাম রহমানঃ-
রাজশাহীর বিনোদপুর এলাকার পূর্ব ধরোমপুরের রিকশাচালক জাহিদ মিয়ার ছেলে চাঁন মিয়া। পড়ার জন্য একটি চেয়ার কিংবা টেবিল মেলেনি চাঁন মিয়ার । খাটের উপর উরু হয়ে বসে ঘন্টার পর ঘন্টা পড়ালেখা করতে গিয়ে মেরুদণ্ড ব্যাথা হয়ে গিয়েছে তার। আর এমন ব্যাথাতুর সাধনাতেই পেয়েছেন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ। চাঁন মিয়া চান ডাক্তার হতে, কিন্তু খরচ যোগাবে কে? শিরোনামে ডিবিসি নিউজে গত ১৯ মার্চ সংবাদ প্রকাশিত হলে নজরে আসে প্রযুক্তিবিদ শাহবাজ মিঞা শোভনের। গত ২২ মার্চ রোজ শনিবার শাহবাজ মিঞা তার বরিশালের বাসায় চাঁন মিয়াকে আমন্ত্রন জানান এবং ২৩ তারিখ তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করান। সাথে থাকা চাঁন মিয়ার চাচা বলেন শাহবাজ মিঞার অতিথি পরায়ণতায় আমি মুগ্ধ, আমার ভাতিজাকে মেডিকেল কলেজে ভর্তির অর্থ প্রদান, থাকা, খাওয়াসহ সকল ধরনের দায়িত্ব নেয়া ও সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের পরিবার তার প্রতি আন্তরিক কৃতজ্ঞ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host