বরিশালে প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ: এপ্রিল ৪, ২০২৩ | ৮:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে প্রতারণার মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহাদাত হোসেন মাতব্বর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হাতিয়ে নেওয়া সাড়ে ৩৩ হাজার টাকা, একটি মোবাইল, ব্যাংক লেনদেনের দুটি ডিপোজিট স্লিপ, একটি ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

গ্রেফতার শাহাদাত মাদারীপুরের শিবচর থানার পাঁচচর ইউনিয়নের গোয়ালকান্দা ১ নম্বর ওয়ার্ডের মৃত ইমরান মাতব্বরের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, প্রতারক চক্রের কিছু সদস্য বিভিন্ন এলাকায় স্কুল-কলেজের ছাত্রীদের উপবৃত্তির তথ্যসহ ফোন নম্বর সংগ্রহ করে। বাকি কিছু সদস্য মাদারীপুর বসে ভুয়া নিবন্ধিত সিম দিয়ে টার্গেটকে কল করে বিভিন্ন কথা বলে ফাঁদে ফেলে। মোবাইল ব্যাংকিংয়ের গোপন পিন কোড নেওয়ার পর প্রতারণার মাধ্যমে গ্রাহকের সব টাকা হাতিয়ে নেয়।

পুলিশ সুপার আরও বলেন, এমন প্রতারণার অভিযোগে মুলাদী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় শাহাদাতকে গ্রেফতার করে। প্রতারক চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host