কাউখালীতে প্রথম আলোর প্রকাশনা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের তারিখ: এপ্রিল ৪, ২০২৩ | ১০:০৫ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ দৈনিক প্রথম আলোর সম্পাদকে গ্রেফতার ও পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ এপ্রিল)সকাল এগারোটায় কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় পত্রিকাটির বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী সংবাদ প্রচারের অভিযোগ আনা হয়।

সচেতন শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সমথর্ন জানিয়ে মানববন্ধনে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি কাউখালী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু তালুকদার, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জিতু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ, আশিকুল ইসলাম কলিংস সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম দুলাল,নুরুল্লাহ আল হাদী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘সারা বিশ্বে যখন বাংলাদেশের জয়জয়কার, ঠিক তখন মহান স্বাধীনতা দিবসের দিন উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে প্রথম আলো।তাই পত্রিকাটির প্রকাশনা বন্দ সহ সম্পাদককে গ্রেফতারের দাবি জানান।পরে শিক্ষার্থীরা প্রথম আলো পত্রিকার কপি পুড়িয়ে ফেলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host