নাম পরিবর্তনের নামে ‘অশ্বিনী কুমার‘কে বিতর্কিত করছে কথিত সুশীলরা

প্রকাশের তারিখ: জুলাই ১৩, ২০২০ | ৭:৫০ পূর্বাহ্ণ

মো: আসাদুজ্জামান:
বরিশালের শতকরা ৯০ ভাগ লোকের মতের বিপক্ষে গিয়ে বরিশাল কলেজের নাম পরিবর্তন করা হলে চরম আন্দোলন হতে পারে । জনবিচ্ছিন্ন গুটি কয়েক কট্টোরপন্থী কমিউনিজম সুশীলের কথায় নাম পরিবর্তনের প্রস্তাব আগামীর শান্ত বরিশালকে আন্দোলনের দিকে ধাবিত করে অশান্ত করতে পারে । নতুন নাম করনে সুনামের বদলে দানবীর অশ্বিনী কুমার দত্তকে বিতর্কে জড়ানো হবে.যেটা কাম্য নয়। বরিশালের ৯০ ভাগ লোক মহাত্মা অশ্বিনী কুমার দত্তকে শ্রদ্ধা করেন । আর বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্তের নামে নাম করন করতে গেলে ৯০ ভাগ লোকের শ্রদ্ধার দুয়ারে বিতর্কের বীজ বপন হবে।। বরিশালের বৃহত্তর বিষয়ে সর্ব মহলের সাথে কোন রকম আলোচনা বা বৈঠক ছাড়াই এটা কি করে হতে পারে। দাবী যে কোন ব্যাক্তি বা গোষ্ঠি করতে পারে. তবে অবাস্তবকে বাস্তবে রুপায়িত করা কঠিন দুরহ হয়। বরিশালের মানুষ প্রতিবাদী এটা আমরা ভুলে গেলে চলবেনা। যারা বরিশাল নামকে ফেলতে কলেজ থেকে মুছে ফেলার প্রস্তাব করেছেন তারা নিশ্চয়ই বরিশাল বাসীর প্রতিনিধিত্ব করেন না। বা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের উত্তরসুরী হিসাবেও প্রতিনিধিত্ব করেন না। বরিশালের আপামর মানুষ ফুসে উঠতে শুরু করেছে। রাজ পথে অনেকে নেমেছে। আন্দোলন হলে ৯০ ভাগ লোকের মতের পক্ষে আমিও থাকবো রাজপথে মিছিলের অগ্রভাগে।

 

লেখক: বার্তা প্রধান, দৈনিক দক্ষিণাঞ্চল

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host