মহান ব্যক্তিদের দানে করোনা চিকিৎসায় আরো একধাপ এগিয়ে গেল শেবাচিম হাসপাতাল

প্রকাশের তারিখ: জুলাই ১৪, ২০২০ | ৫:০৭ অপরাহ্ণ

মামুন-অর-রশিদ:  বাংলাদেশ ম্যাডিকেল এসোসিয়েশন (বিএমএ) বরিশাল শাখার নেতৃবৃন্দের তৎপরতায় পাওয়া গেল ৮টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা। এগুলো বিভিন্ন সমাজসেবক দাতা ব্যক্তিরা তাদের অর্থায়নে দান করেছেন।

করোনা চিকিৎসায় অক্সিজেন সেসুরেশন কমে গেলে এই হাইফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দেওয়া যাবে। এগুলো সয়ংক্রিভাবে রোগীর দেহের চাহিদা অনুযায়ী অক্সিজেন সাপ্লাই দিতে সক্ষম। এ কারনে বরিশাল শেবাচিম হাসপাতাল করোনা চিকিৎসায় আরো একধাপ এগিয়ে গেল।

MEP পরিবার  ৪ টি, সুন্দরবন গ্রুপ এর পক্ষ থেকে ১ টি,  অমৃত পরিবার ১ টি, বরিশাল জিলা স্কুল এক্স স্টুডেন্টস এর পক্ষ থেকে ১ টি এবং নিসা ফাউন্ডেশন  ১ টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়েছে। বর্তমানে সর্বমোট ৮ টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজে।

আজ মঙ্গলবার বেলা ১২ টায় এগুলো রিসিভ করার সময় উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এর উদ্যোক্তা ডা. মোঃ ইসতিয়াক হোসেন, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন, শেবামেক এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস,এম সারওয়ার, হাই ফ্লো ক্যানুলা এর অন্যতম উদ্যোক্তা সার্জারি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ জহুরুল হক মানিক, বিএমএ সাধারন সম্পাদক ও অর্থোপেডিক্স বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান শাহীন, বিএমএ যুগ্ম সম্পাদক ও মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. এ জে এম এমরুল কায়েস, বিএমএ বরিশালের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ মাসরেফুল ইসলাম সৈকত প্রমূখ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host