বরগুনায় মশার জ্বালায় অতিষ্ঠ জনজীবন

প্রকাশের তারিখ: এপ্রিল ৩০, ২০২৩ | ৯:৩০ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধি ::: বরগুনা পৌর শহরের মশার উপদ্রব অতিমাত্রায় বেড়েছে। দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ এলাকাবাসী। এতে কয়েল জ্বালিয়েও পরিত্রাণ মিলছে না। এ অবস্থায় স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন নগরবাসী।

স্থানীয়দের অভিযোগ, যথাযথভাবে পরিষ্কার করা হয় না বরগুনা পৌরসভার ড্রেন এবং খাল। এ ছাড়াও অনেক দিন ধরে বন্ধ মশানিধন কার্যক্রম। এ কারণে বরগুনা পৌর শহরে বেড়েছে মশার উপদ্রব।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর শহরের ড্রেনের পানিতে কিলবিল করছে মশার লার্ভা। একই অবস্থা শহরের খালগুলোর।

শহরের বাগানবাড়ি সড়কের বাসিন্দা দ্বীপক হালদার বলেন, বাসার পাশে একাধিক ড্রেনসহ একটি খাল আছে। যথাযথভাবে এগুলো পরিষ্কার করা হয় না। এ কারণে মশার উপদ্রব তীব্র আকার ধারণ করেছে। মশার কারণে তীব্র গরমের মধ্যেও সারাদিন জানালা বন্ধ করে রাখতে হয়।

শহরের আমতলাপাড় সড়কের বাসিন্দা আল-আমিন বলেন, মশার উপদ্রবের কারণে সারাদিন কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। রোগবালাই লেগেই আছে শিশুদের। তারপরও মশানিধনে তৎপর হচ্ছে না পৌরসভা কর্তৃপক্ষ।

ডিকেপি রোডের বাসিন্দা আদনান আহমেদ বলেন, মশার যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তারপর শহরের নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে মশা নিধনে ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, কয়েকদিনের মধ্যেই পৌর শহরে মশানিধন কার্যক্রম শুরু হবে। পৌর কর্তৃপক্ষ বছরে দুই বার শহরে মশানিধনে করে বলেও জানান তিনি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host