বাড়ছে দামঃ মধ্যবিত্তের নাভিশ্বাস

প্রকাশের তারিখ: মে ৪, ২০২৩ | ২:২৮ অপরাহ্ণ

বাণী ডেস্ক: ভোজ্যতেলের আমাদানিতে ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় বোতলজাত তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন। প্রতিলিটার সয়াবিন তেলের দাম ছিল ১৮৭ টাকা।
সে হিসাবে প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ১২ টাকা।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে হঠাৎ করে ডিমের দাম হালিতে পাঁচ টাকা বেড়েছে। ডজনে বেড়েছে ১৫ টাকা।
দুই দিন আগেও প্রতি ডজন ডিমের দাম ছিল ১৩০ থেকে বাজার ভেদে ১৩২ টাকা। আজ সকালেই উঠে গেছে ১৪৮ টাকায়! আর দুয়েকটি সবজির দাম বাড়লেও অধিকাংশ বিক্রি হচ্ছে ঈদের আগে বৃদ্ধি পাওয়া দামে।
বৃহস্পতিবার (৪ মে) সকালে রাজধানীর মিরপুর, শের-ই বাংলানগর, ফার্মগেট ও সেগুনবাগিচার বাজারে এমন চিত্র দেখা গেছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host