চাখারের টুকু চেয়ারম্যানের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

প্রকাশের তারিখ: মে ৪, ২০২৩ | ২:৪৮ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
একটি হত্যা মামলায় তাকে ১ নম্বর আসামী করে আদালতে অভিযোগপত্র ( চার্জশীট) দাখিলের ১০ বছর পরে গত ১৮ এপ্রিল স্থানীয় সরকার আইনের ৩৪-এর (১) ধারায় তাকে ইউপি চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ১৫ দিনের মধ্যে তার সেই সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করা হলো।
বুধবার হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামান ও মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ সাময়িক বরখাস্ত আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে টুকুকে চেয়ারম্যান পদে বহাল রাখার নির্দেশ দেন। এর ফলে চেয়ারম্যান হিসেবে কাজ করতে তার আর কোনো বাধা রইল না।
প্রসঙ্গত,
২০১৩ সালের ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে উপজেলা জাসদের তৎকালীন সাংগঠনিক সম্পাদক রোজাদার সৈয়দ হুমায়ুন কবিরকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দায়েয়কৃত হত্যা মামলায় চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে ১ নম্বর আসামী করে ১০ জনের বিরুদ্ধে ওই বছরের ২৮ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করা হয় । দ্বিতীয় বারের মত ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় সম্প্রতি চাখার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগ নেতা মেজবাহ্ ্উদ্দিন সোহেল এ ব্যপারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী এবং সচিবের বরাবরে লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে সৈয়দ মজিবুল ইসলাম টুকু দাবি করেন চাখারের চলমান উন্নয়নকে বাধাগ্রস্থ করতে তার সঙ্গে পরাজিতরা নানাভাবে শত্রুতা করছেন।
এদিকে টুকুর বহিষ্কারাদেশ স্থগিতের খবরে বুধবার সন্ধ্যায় চাখার বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন তার সমর্থক নেতাকর্মীরা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host