কবিতাঃ “পুরুষ” —-শুভজ্যোতি মন্ডল মানিক

প্রকাশের তারিখ: মে ১৫, ২০২৩ | ২:০২ অপরাহ্ণ

পুরুষ
— শুভজ্যোতি মন্ডল মানিক

কর্ণের ন্যায় সাহস নিয়ে,
ভয় শঙ্কা দু’পায়ে মাড়িয়ে ;
বীর দর্পে এগিয়ে চলে।
সদা সচেতন দায়িত্ব বোধে,
নীতি নৈতিকতায় অবিচল থাকে।

শপথের কথা ভুলেও না ভেঙে,
এগিয়ে চলে সম্মানের পথে।
খোঁজে না বিজয় শঠতার মার্গে,
ভরসা রাখে স্বীয় সামর্থ্যে;
সাধক বেশ আপন কর্ম সাধনে।

দেখেনা দুনিয়া কাপুরুষের চোখে,
ভরসার প্রতীক বিপদ আপদে;
সদা নত শির নারীর সম্মানে।
পুরুষের কপালে বিজয়ের টিকা
কর্মবীর হলেই জোটে।

নব নির্মাণে পুরুষ জাতি নারী
মোহনায় মিলে,সুখ সমৃদ্ধি উর্বর
ফসলে সংসার ভরিয়ে তোলে।
মানব রাজ্যের গোড়া পত্তন
থেকে পুরুষ আছে,থাকবে।

শুভজ্যোতি মন্ডল মানিক(শিক্ষক), মোড়েলগঞ্জ- বাগেরহাট

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host