ঐতিহাসিক ১৭ ই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যা বর্তন দিবসে সিরাজগঞ্জে আলোচনা সভা

প্রকাশের তারিখ: মে ১৭, ২০২৩ | ৬:৫৮ অপরাহ্ণ

সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-
“” আলোর পথে যাত্রী আমরা- তুমি স্বপ্ন সারথী
তোমার নেতৃত্বেই দেশ পেয়েছে-শান্তি,উন্নয়ন ও অগ্রগতি “” উপরোক্ত স্লোগানকে সামনে রেখে
ঐতিহাসিক ১৭ ই মে বঙ্গবন্ধু কন্যা,বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যা বর্তন দিবস- ২০২৩ পালন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত (১৭ মে) বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলাআওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদারের আহবানে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ চৌধুরী পিয়ারের
সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায়
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিমল কুমার দাস,আলহাজ্ব ইসাহাক আলী তালুকদার, মোস্তফা কামাল খান, অধ্যাপক গোলাম মোস্তফা, মোস্তফা কামাল তারা, নাসির উদ্দিন, এ্যাডঃ আনোয়ার পারভেজ লিমন,
আসাদ উদ্দিন পভলু, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল কাদের চাঁন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সিরাজগঞ্জ ও পাবনা সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য নারী নেত্রী সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, রাশেদ ইউসুফ জুয়েল,জিহাদ আল ইসলাম, নুরুল ইসলাম সজল, আহসান হাবিব খোকা,
সহ জেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামী লীগ,মহিলা আওয়ামীলীগ,শ্রমিকলীগ,ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host