মঠবাড়িয়ায় ক্যান্সার আক্রান্ত বড় ভাইয়ের ওপর ছোট ভাই পুলিশ কর্মকর্তার হামলা!

প্রকাশের তারিখ: মে ১৯, ২০২৩ | ৬:১২ পূর্বাহ্ণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধেরে জেরে ক্যান্সার আক্রান্ত বড় ভাই আজিজুর রহমান আইয়ূব মল্লিক (৬০) এর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তা ছোট ভাই সগীর মল্লিকের (৫০) বিরুদ্ধে। আহত আইয়ূব মল্লিক দুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত. মজিবর রহমান মল্লিকের ছেলে। থানা পুলিশ হাসপাতাল পরিদর্শণ করেছেন।

আহত আইয়ূব মল্লিক ও তার বোন হেলেনা বেগম বলেন, ১৭ মে বুধবার দুপুরে পুলিশ কর্মকর্তা ওসি সগীর মল্লিক তার মায়ের সম্পত্তি লিখে নেয়ার জন্য এবং মা‘কে সাব-রেজিস্ট্রি অফিসে নেয়ার জন্য বাড়িতে এ্যাম্বুলেন্স নিয়ে যান। এসময় মায়ের সম্পত্তি লিখে নেয়ার প্রতিবাদ করলে আইয়ূব মল্লিককে টাইলস দিয়ে কুপিয়ে ওসি সগীর মল্লিক আহত করে।

আহত আইয়ূব মল্লিকের অপর বোন রেবেকা সুলতানা অভিযোগ করেন, মায়ের সম্পত্তি লিখে নেয়ার প্রতিবাদ করলে শুরুতে সকলকে গালমন্দ করার পাশাপাশি তাঁকে ওসি সগীর মল্লিক লজ্জাস্থান দেখায়। তিনি আরও বলেন, তারা ৬ বোন ও ওই ক্যন্সার আক্রান্ত ভাই ওসি সগীর মল্লিকে অত্যাচরে অতিষ্ট। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্দ্ধতণ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সগীর মল্লিক (০১৭১১-৩১০০৯৩) বড় ভাইয়ের ওপর হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে বলেন, ক্যান্সার আক্রান্ত হবার কারনে হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য ভর্তি হয়েছেন।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিলো। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনুগ ব্যবস্থা নেয়া হবে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host