পিরোজপুরে প্রাথমিক শিক্ষকদের ৫ দফা দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ: মে ১৯, ২০২৩ | ৪:৩০ অপরাহ্ণ

পিরোজপুর প্রতিনিধিঃ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখা।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর জেলা শাখার সভাপতি সুব্রত রায় ও জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ রহমত আলী সাগরের নেতৃত্বে শতাধিক শিক্ষকের একটি প্রতিনিধিদল এ স্মারকলিপি হস্তান্তর করেন।এসময় শিক্ষকদের স্মারকলিপি জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ সেলিম হোসেন গ্রহণ করেন

স্মারকলিপিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ, অনতিবিলম্বে ৯ম পে স্কেল ঘোষণা ও পে স্কেল ঘোষণার আগেই ৫০ % মহার্ঘ ভাতা প্রদানের দাবি করেছে এই সংগঠনটি । ৫ দফার মধ্যে প্রধান শিক্ষকদের টাইম স্কেল জটিলতা নিরসন, দ্রুততম সময়ের মধ্যে সহকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রদান, চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদায়ন এবং প্রধান শিক্ষকদের সিনিয়রিটি ও যোগ্যতার ভিত্তিতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদ থেকে পরিচালক পর্যন্ত পদোন্নতির দাবি করা হয়েছে। এ ছাড়া প্রাথমিক শিক্ষকদের চাকুরী ননভ্যাকেশনাল হিসেবে গণ্য করা সহ উপজেলা রিসোর্স সেন্টারে (ইউআরসি) কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের ‘সহকারী ইন্সট্রাক্টর’ পদে চলতি দায়িত্ব দেওয়ার প্রস্তাব বাতিলেরও দাবি জানানো হয় ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host