পানির ট্যাংকে তেল পাম্প!

প্রকাশের তারিখ: জুলাই ১৫, ২০২০ | ৯:০৯ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লৌহজংয়ের শিমুলিয়া ঘাট ও কুমারভোগ এলাকায় ৫টি অবৈধ তেল পাম্পে অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানরা করা হয়েছে পেট্রোল পাম্পগুলোকে।

লৌহজং উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. কাবিরুল ইসলাম খান জনান, এনএসআই-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে শিমুলিয়া ঘাট হতে চন্দ্রেরবাড়ি পর্যন্ত অভিযান চালিয়ে ৫টি অবৈধ তেলের পাম্প সিলগালা করে দেয়া হয়েছে। বাসা-বাড়ির ছাদে ব্যবহৃত পানির ট্যাংকে তেলের ট্যাংক বানিয়ে ওই ট্যাংকের সাথে পাম্প মেশিন বসিয়ে বিভিন্ন বাস, ট্রাক ও গাড়িতে অবৈধভাবে তেল বিক্রি করছিল ৫টি দোকান। যা সম্পূর্ন ঝুঁকিপূর্ণ ও অবৈধ। যেকোন সময় এ ঝূঁকিপূর্ণ তেলের পাম্প থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারত।

তিনি আরো জানান, আভিযানে ভাই ভাই এন্টার প্রাইজ, বসুমতি এন্টার প্রাইজ, আক্তার এন্টার প্রাইজ, মেসাস চুন্নু ট্রেডাস ও মেসাস জলির এন্টার প্রাইজের প্রত্যেকটিকে ১০ হাজার টাকা করে মোট ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সিলগালা করে দেয়া হয়েছে এসব অবৈধ তেলের পাম্প।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক কুমার রায়, এনএসআইয়ের যুগ্ম পরিচালক মোশারফ হোসেন আখন্দ, উপপরিচালক আরিফ হোসেন ও মফিজুল ইসলামসহ সরকারী কর্মকর্তাবৃন্দ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host