বরিশালে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল উদ্ধার

প্রকাশের তারিখ: মে ২৯, ২০২৩ | ৬:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে গত এক মাসে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সোমবার (২৯ মে) দুপুর আড়াইটার দিকে ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ফোনগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে। যারা ফোনগুলো চুরি করেছেন তারা বিভিন্ন স্থানে বিক্রি করেছেন। তাই প্রকৃত চোর বা ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

হারানো ফোন ফিরে পেয়ে জেলার বানারীপাড়া উপজেলার সাইফুল ইসলাম বলেন, কখনো ভাবিনি যে ফোনটা ফিরে পাবো। হারানো ফোন ফিরে পেয়ে খুব ভালো লাগছে। কারণ ফোনের চেয়ে ফোনের তথ্য, ছবি ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জরুরি ছিল।

কাজির হাটের মরিয়ম বেগম তার হারানো ফোন ফিরে পেয়ে বলেন, হারানোর পর ফোন ফিরে পাওয়ার আসা ছেড়ে দিয়েছিলাম। তবে পুলিশের সহায়তায় প্রায় দুই মাস পর ফোন ফিরে পেয়ে খুব ভালো লাগছে। এজন্য বরিশাল জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।

হারিয়ে যাওয়া ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ সরদার।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host