বিভিন্ন সংস্থা খোকনের পক্ষে দেনদরবার করছে : তাপস

প্রকাশের তারিখ: মে ৩০, ২০২৩ | ৮:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::: আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি সংস্থা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে দেনদরবার করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবার হোসেন তাপস।

মঙ্গলবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বাকলার মোড়-বাজার রোডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন নিয়ে জনসাধারণের প্রশ্ন ও হতাশা এখনও কেটেনি। আমরা শঙ্কিত, সুষ্ঠু নির্বাচন হবে কি না। অবশ্য আরও একটি কারণ আছে, তা হলো স্থানীয় প্রশাসন এখনও পুরোপুরি নিরপেক্ষ নয়। তাদের একচোখা আচরণ আমার দৃষ্টিগোচর হয়েছে। কয়েকটি সংস্থা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দেনদরবার ও ক্যাম্পেইন করছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, বিষয়টি নিয়ে আমি অভিযোগ জানাইনি। এটা আমাদের ও জনগণের ভালো লাগেনি। নির্বাচন কমিশন কেন আছে? তথ্য প্রমাণসহ অভিযোগ করতে গেলে ততদিনে নির্বাচন শেষ হয়ে যাবে।

তাপস ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা তাদের ভোট দেবেন না, যারা ক্ষমতায় ছিল। কারণ তারা ৫ বছর ক্ষমতায় থেকেও উন্নয়ন করেনি। এখন তাদের পরিবারেরই একজন মনোনয়ন নিয়ে এসেছে। অথচ আগামী ৫ বছর সরকার ক্ষমতায় থাকবে কি না তারই ঠিক নেই।

বরিশাল ১৫ নং ওয়ার্ডের আমির কুটির বিসিসি সেবক কলোনীতে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস হরিজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বিকেলে এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, জাতীয় পার্টি কোন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম রহমান পারভেজ,জাতীয় পার্টি বরিশাল জেলা সদস্য সচিব এডভোকেট এম এ জলিল,এডভোকেট বসির আহমেদ সবুজ,এডভোকেট খান জুবায়ের, জেলার যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম খোকন,আব্দুল আলীম মাস্টার,যুব সংহতি বরিশাল জেলা আহবায়ক নজরুল ইসলাম হেমায়েত,যুব সংহতি বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক গিয়াস,সদস্য সচিব অধ্যাপক রফিকুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের সানি,জুবায়ের, সেবক কলোনীর সভাপতি সুমন দাস, সেবক কলোনীর টুলু লাল প্রমুখ।

সন্ধ্যায় ২৩ নং ওয়ার্ডের চৌধুরী বাড়ির উঠানে সর্বস্তরের ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন কামরুজ্জামান চৌধুরী কামাল, ইরান চৌধুরী, রুস্তম আলী খান।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host