কাঠালিয়ায় বিদ্যুতায়িত হয়ে ও পানিতে ডুবে দুজনের মৃত্যু

প্রকাশের তারিখ: মে ৩১, ২০২৩ | ৫:৫৯ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির কাঠালিয়ায় এক নারী ও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করছে থানার পুলিশ। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বিদ্যুতায়িত হয়ে, আরেক জনের খালের পানিতে ডুবে। বিষয়টি নিশ্চিত করেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

পুলিশ জানায়, শৌলজালিয়া আবাসন প্রকল্পের বাসিন্দা মো. আব্দুল মজিদ খান (৬৫) বুধবার (৩১ মে) ভোরে নামাজ পড়ার জন্য খালে অজু করতে গিয়ে পানিতে ডুবে মারা যান। অন্যদিকে জয়খালী গ্রামের মো. কদম আলী খানের মেয়ে হাজেরা বেগম (৩৫) সকাল ৯টার দিকে তাঁর নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে মারা যান।

কাঠালিয়া থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এব্যাপারে পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। সকালে হাজেরা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে। অন্যদিকে পরিবার আবেদন করায় আব্দুল মজিদ খানের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host