বরিশালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবীদের মানববন্ধন

প্রকাশের তারিখ: মে ৩১, ২০২৩ | ৭:০১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রাণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবীদের সমস্যা সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এর ধারা-উপধারা সংশোধনসহ চারদফা দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে নগরীর ক্লাব রোডের আইডিই ভবনের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ বরিশাল জেলা কমিটি।

সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. নাহিদ হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হারুন অর রশিদ ও সালমান রেজাসহ প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host