গলাচিপায় মন্দিরের প্রতিমা ভাংচুর ও আটক-১

প্রকাশের তারিখ: মে ৩১, ২০২৩ | ১০:০৮ অপরাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি–
পটুয়াখালীর গলাচিপায় একদিনে ৩টি মন্দিরের প্রতিমা ভাংচুরে ঘটনা ঘটেছে এবং ১জনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডে আনন্দময়ী কালীবাড়ী সর্বজনীন দূর্গা মন্দি, শিপন ডাক্তার বাড়ির ও নারায়ন নন্দি বাড়ির মনসা মন্দিরে।
এবিষয়ে রবীন্দ্র নারায়ন নন্দি বাদী হয়ে গলাচিপা থানায় একটি এজাহার মামলা দায়ের করেন যাহার নং ২৯/১১০।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ মে) উপজেলার ডাকুয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডে দুপুর একটার দিকে আনন্দময়ী কালীবাড়ী সর্বজনীন দূর্গা মন্দি প্রবেশ করে প্রতিমা ভাংচুর করে পাশ্ববর্তী গ্রামের মৃত হাকিম আলীর ছেলে মো. রাসেল (৩০)। পরে একই দিন আরাইটার দিকে শিপন ডাক্তার বাড়ির ঢুকে ঘর ভাংচুরসহ বৈঠকখানার পাকা ছাদে স্থাপন করা মহাদেবের ত্রিশুল ভাঙ্গিয়া ফেলে এবং শিপনকে মারধর করে আসামী রাসেল পালিয়ে যায়। একই দিন বিকাল ৫টা দিকে রবীন্দ্র নারায়ন নন্দি বাড়ির মনসা মন্দিরে ঢুকে মনসা দেবীর প্রতিমা ভাংচুর করেছেন। ভাংচুরের খবর পেয়ে সহকারী পুলিশ সুপার গলাচিপা সার্কেল মোরর্শেদ তোহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিষয়ে গলাচিপা থানা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আসামী রাসেলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host