আদালত থেকে জামিন পেলেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার

প্রকাশের তারিখ: জুন ৮, ২০২৩ | ৫:৪৪ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি : আদালত থেকে জামিন পেলেন আদিবাসী রাখাইন সুইচিং মং হত্যা মামলা প্রত্যাহারে বাদীকে চাপ প্রয়োগ সহ হুমকী প্রদানকারী কুয়াকাটা পৌরসভার মেয়র মো: আনোয়ার হোসেন হাওলাদার। আজ বৃহস্পতিবার (৮জুন) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়’র আদালতে সেচ্ছায় আত্মসমর্পন করে তিঁনি এ জামিন লাভ করেন। আদালত শুনানী শেষে মেয়রের জামিন আবেদন মঞ্জুর করে মামলাটি বিচারের জন্য নিজ বিচার ফাইলে বদলী করে অভিযোগ গঠনের দিন ধার্য করেন। তথ্য-আদালত সূত্র।সূত্রটি আরও জানায়, গত ১৭ ফেব্রুয়ারী ২০২২ আদিবাসী চুচিং মং তার ছোট ভাই সুইচিং মং হত্যার ঘটনায় কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মঞ্জু, হাসান সহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে (সিআর-১৯১/২০২২) একটি হত্যা মামলা দায়ের করেন। যা আদালত ২৭ ফেব্রুয়ারী ২০২২ জেলা প্রধান সিআইডিকে
অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলা দায়েরের পর কুয়াকাটা পৌরসভার মেয়র মামলা প্রত্যাহারে বাদীকে চাপ প্রয়োগ সহ হুমকী প্রদান করেন। এ ঘটনায় বাদী চুচিং মং তার নিরাপত্তাহীনতায় ৩ মার্চ ২০২২ মেয়রের বিরুদ্ধে কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (সিআর-২৫০/২০২২) মামলা দায়ের করেন। আদালত সিআইডি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকীকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। এরপর তদন্তে হত্যা মামলা প্রত্যাহারে চাপ প্রয়োগ সহ হুমকী প্রদানের সত্যতা উঠে আসায় আদালত কুয়াকাটা মেয়রের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন। এদিকে কুয়াকাটার আলোচিত সুইচিং মং হত্যার ঘটনা সিআইডির দীর্ঘ তদন্তে সত্যতা উঠে আসায় আদালত মহিপুর থানার ওসি কে হত্যার ঘটনায় এজাহার গ্রহনের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী মঞ্জুকে গ্রেফতার করে আদালতে রিমান্ড আবেদন করার পর আদালত ৭ জুন ২০২৩ আসামীর ৩দিনের পুলিশ
রিমান্ড মঞ্জুর করেন।
##

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host