পটুয়াখালীতে করোনা উপসর্গে শিক্ষকের মৃত্যু

প্রকাশের তারিখ: জুলাই ১৬, ২০২০ | ৮:৫৫ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীতে করোনা উপসর্গ জ্বর-শ্বাসকষ্ট নিয়ে চিত্তরঞ্জন দাস বাদল (৮৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। পটুয়াখালী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তিনি মারা যান। তিনি শহরের সেন্টার পাড়া এলাকার বাসিন্দা নেপাল চন্দ্র দাসের ছেলে ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষক বাদল গত কয়েকদিন যাবৎ জ্বর-শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিন জানান, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। করোনা স্বাস্থ্যবিধি মেনেই তার সৎকার করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যখন কৃষি কলেজ ছিল তখন বাদল সেখানকার শরীরচর্চা বিষয়ক শিক্ষক ছিলেন। তিনি অবসর গ্রহণ করার পর দুমকী কৃষি কলেজ বিশ্ববিদ্যালয় হয়। পটুয়াখালী ক্রীড়াঙ্গনের ভালো একজন ক্রীড়াবিদ ছিলেন ওই শিক্ষক।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host