দায়িত্বরত ওয়ার্ড মাস্টারকে প্রকাশ্যে হত্যার হুমকি !

প্রকাশের তারিখ: জুন ১০, ২০২৩ | ১১:২১ পূর্বাহ্ণ
শেবাচিমে ঠাণ্ডাজনিত রোগে চলতি মাসে ৭ শিশুর মৃত্যু

বরিশাল বাণী: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত অবস্থায়  ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদকে জনসমক্ষে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।
১০ জুন শনিবার সকাল ৯টার দিকে এই হুমকি দিয়েছে আউটসোর্সিং কর্মচারী মোঃ রাজিব হোসেন। এসময় হাসপাতালের অন্য ওয়ার্ড মাস্টার মসিউল আলম ফেরদৌস, ফারুক হোসেন, আলমগীর হোসেন সহ অনেক কর্মচারী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিষয়টি বিস্তারিত লিখে ও নিরাপত্তা চেয়ে হাসপাতালের পরিচালক বরাবর অভিযোগ দিয়েছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ।
অভিযোগ সূত্রে জানা গেছে, আউটসোর্সিং কর্মচারী রাজিব হোসেনের বাড়ি আগৈলঝাড়ায়। শেবাচিম হাসপাতালে যোগদানের পর থেকেই এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতার নাম ভাঙ্গিয়ে নানা অনিয়ম করে আসছে। সে দীর্ঘদিন যাবৎ প্যাথলজি বিভাগে কর্মরত থাকা অবস্থায় তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমে। সম্প্রতি হাসপাতাল পরিচালকের এক আদেশে তাকে সার্জারী ওয়ার্ডে স্থানান্তর করা হয়। আদেশ পাওয়া মাত্রই সে ছুটে যায় ওয়ার্ড মাস্টারের রুমে। এই আদেশের সাথে ওয়ার্ড মাস্টারের হাত আছে মনে করে  দায়িত্ব পালনরত অবস্থায় ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এক পর্যায়ে প্রাণ নাশের হুমকি দেয়।
এরপর আতঙ্কিত হয়ে কর্তৃপক্ষের দারস্থ হন ওয়ার্ড মাস্টার আবুল কালাম। পরে তিনি লিখিত অভিযোগ করেন।
বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কোন সময় হামলার আশঙ্কা করছেন বলে জানান আবুল কালাম আজাদ।
এ বিষয়ে আউটসোর্সিং কর্মচারী রাজিব হোসেন বলেন, এটা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এটা সমাধান করে নিবো।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host