প্রায় ২হাজার ডাক্তার, দেড় হাজার নার্স ও ২ সহস্রাধিক স্বাস্থ্যকর্মী কোরানায় আক্রান্ত

প্রকাশের তারিখ: জুলাই ১৭, ২০২০ | ১২:৩৫ অপরাহ্ণ

বরিশাল বাণী ডেস্ক: করোনাভাইরাস মহামারিতে সম্মুখযোদ্ধা চিকিৎসকদের মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত ৬৫ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। আর এতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬২ জন চিকিৎসকসহ ৫ হাজার ৫৯০ জন স্বাস্থ্যকর্মী। এর মধ্যে নার্স ১ হাজার ৫১৪ জন ও অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন ২ হাজার ১১৪ জন।

এবার ভাইরাসটি আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন কু‌ষ্টিয়া মে‌ডি‌কেল ক‌লে‌জের সার্জারি বিভা‌গের সহকারী অধ্যাপক ডা. এস এম নুর উদ্দিন বাকী রু‌মি। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌কেল বিশ্ব‌বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতা‌লে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডা. এস এম নুর উদ্দিন বাকী রু‌মি চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিএমসির ৩৩তম ব্যাচের শিক্ষার্থী।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host