গলাচিপায় মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: জুলাই ৮, ২০২৩ | ৬:৫১ অপরাহ্ণ
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ গলাচিপা উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিকেল ৪টায় ত্রিবার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়। গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় মিলানায়তনে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মোঃ ধলা মিয়া মাঝি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদ হোসেন সাবু এর পরিচালনায় সম্মেলনের শুভ উদ্বোধন করেন পটুয়াখালী জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদার। ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড্যভোকেট হারুনুর রশীদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন পটুয়াখালী জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা টিটো, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মু.সাহিন। এছাড়াও উপস্থিত থাকেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আজিজুল ইসলাম বাবুল ভুইয়া,পটুয়াখালী জেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল করিম ফোরকান ও জেলা মৎস্যজীবী লীগের উপ আইন বিষয়ক সম্পাদক উম্মে আসমা আখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মামুন সহ জেলা ও উপজেলার আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

© 2023 বরিশাল বাণী কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by Eclipse Web Host